29 C
Dhaka
Wednesday, February 19, 2025

৩৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব জেলায়

কুমিল্লা জেলার বেশ কয়েকটি এলাকায় আগামী শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার (১৯ অক্টোবর) রাত ৮টা পর্যন্ত মোট ৩৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানায়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) কর্তৃক চান্দিনাস্থ কুটুম্বপুর টিবিএস-এ মডিফিকেশন কাজের হুকআপ ও কমিশনিং সংক্রান্ত জরুরি মেরামত কাজের জন্য আগামী শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার (১৯ অক্টোবর) রাত ৮টা পর্যন্ত মোট ৩৬ ঘণ্টা চান্দিনা বিদ্যুৎ কেন্দ্রসহ চান্দিনা উপজেলা, কুমিল্লা ক্যান্টনমেন্ট, বুড়িচং উপজেলার কোরপাই, নাজিরাবাজার, দেবপুর এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া, ওই সময়ে কুমিল্লা শহর ও আশপাশে এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

আরও পড়ুনঃ  কিশোরগঞ্জ শারদীয় দুর্গাপূজা মণ্ডপের প্রতিমা ভেঙেছে দুর্বৃত্তরা

সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ