29 C
Dhaka
Wednesday, February 19, 2025

বঙ্গভবনে শেখ মুজিবের ছবি সরানো নিয়ে দেয়া বক্তব্যে রিজভীর দুঃখ প্রকাশ,

‘বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি’ এমন মন্তব্য করেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেছিলেন।

এরপর গণমাধ্যমগুলো তার এই বক্তব্য প্রচার করে এবং সংবাদ প্রকাশ করে। বক্তব্য দেয়ার কয়েক ঘণ্টা পর বক্তব্যের সংশোধনী দিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিএনপি।

কেন্দ্রীয় বিএনপির সহ দফতর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ আজ ১২ নভেম্বর ২০২৪, মঙ্গলবার সকাল ১০-৩০ মিনিটে বিএনপি কেন্দ্ৰীয় কার্যালয়ের নীচতলায় বিএনপি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ‘বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিৎ হয়নি’ মর্মে একটি সংবাদ অনলাইনে প্রকাশিত হচ্ছে। আজ গণমাধ্যমে প্রকাশিত ‘বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে’ মর্মে একটি সংবাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হয়।

আরও পড়ুনঃ  গাজায় ইউনিসেফের ১৩০০ ট্রাক ত্রাণ প্রস্তুত

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, ‘আমি মনে করেছিলাম, বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। মূলত: ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে।’

রিজভী আরও উল্লেখ করেন, ‘শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে। ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না। অফিস-আদালত সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিৎ নয়।’

এ সময় অনাকাঙ্খিত বক্তব্যের জন্য দুঃখও প্রকাশ করেন বিএনপির সিনিয়র এই নেতা।

আরও পড়ুনঃ  এমপি আনার হত্যার সময় ফ্ল্যাটে ছিলেন শিলাস্তিও, আসামিদের লোমহর্ষক বর্ণনা
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ