22 C
Dhaka
Wednesday, February 19, 2025

রণক্ষেত্র সায়েন্সল্যাব, এখনও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে সায়েন্সল্যাব। তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলছে সংঘর্ষ। পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা টিয়ারশেল নিক্ষেপ করে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দিলেও এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। ফলে সায়েন্সল্যাব মোড়ের আশপাশের সড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে এখনও।

বুধবার (২০ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে কলেজের ভেতরে ঢুকে পড়েন সিটি কলেজের শিক্ষার্থীরা। ছত্রভঙ্গ হয়ে পড়েন ঢাকা কলেজের শিক্ষার্থীরাও। কিছুক্ষণের মধ্যে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সিটি কলেজে প্রধান ফটকে এসে ভাঙচুর শুরু করেন। নিচ থেকে সিটি কলেজের ভবন লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন।

আরও পড়ুনঃ  কবে খুলবে ফেসবুক, জানালেন প্রতিমন্ত্রী পলক

ক্ষুব্ধ হয়ে ভবনের ভেতরে আটকাপড়া শিক্ষার্থীরা ওপর থেকে বৃষ্টির মতো ইটপাটকেল ছুড়ছেন। এতে কলেজটির সামনে থাকা পুলিশ, সেনাবাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী, অভিভাবক ও উৎসুক অনেকে আহত হয়েছেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কলেজের ভেতরে ঢুকতে চাইলেও শিক্ষার্থীরা তাদের প্রবেশ করতে দেননি।

জানা গেছে, দুপুর আড়াইটার দিকে সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করেন। এর পরপরই সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তবে এখনও উত্তেজনা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  নামের মিল থাকায় মাদক মামলায় জেল খাটলো ‘নিরপরাধ’ কলেজছাত্র

ঠিক কী নিয়ে এ সংঘর্ষ, সেই বিষয়ে ঢাকা কলেজ ও সিটি কলেজ কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঢাকা কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, সায়েন্সল্যাব মোড়ে সিটি কলেজ শিক্ষার্থীরা তাদের কলেজের বাসে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। অন্যদিকে সিটি কলেজের শিক্ষার্থীরা অভিযোগ অস্বীকার করে দাবি করছেন, ঢাকা কলেজ শিক্ষার্থীরা তাদের কলেজে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছেন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ