22 C
Dhaka
Thursday, February 20, 2025

জনপ্রশাসনের ৯ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একযোগে বদলি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ জন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (সহকারী সচিব) একযোগে বদলি করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, বর্ণিত কর্মকর্তাদের নামের পাশে বর্ণিত পদে বদলিপূর্বক নিয়োগ দেয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।

সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা ওই প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব) মোহাম্মদ আব্দুর রাজ্জাক খাঁনকে কৃষি মন্ত্রণালয়, ছাবিনা ইয়াছমিনকে পরিকল্পনা বিভাগ, মুহাম্মদ সাইফুল আলম সিদ্দিকীকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, মোহাম্মদ ইসমাইলকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, মাজহারুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আবুল হাসেমকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, এ কে ব্রোহী মিঞাকে স্থানীয় সরকার বিভাগ, মোহাম্মদ আবদুল্লা আল মামুন চৌধুরীকে অর্থ বিভাগ এবং মো. মনজুরুল ইসলামকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে।

আরও পড়ুনঃ  রওনা দিয়েছে দুদক টিম, আজ ক্রোক করা হবে বেনজীরের আলিশান বাংলো
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ