26 C
Dhaka
Wednesday, February 19, 2025

স্বেচ্ছাসেবক লীগ নেতা হলেন কৃষক দলের সভাপতি, তদন্তে কমিটি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জাতীয়তাবাদী কৃষক দলের ৮ ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। এর একটি দেশিগ্রাম ইউনিয়ন। সেখানে সভাপতি করা হয়েছে ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাছেদ আলীকে। এ নিয়ে স্থানীয় রাজনীতিতে চলছে সমালোচনা। বিষয়টি নিয়ে উপজেলা বিএনপির পক্ষ থেকে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

এদিকে, অনৈতিক সুবিধার বিনিময়ে এসব কমিটি গঠনের অভিযোগ উঠেছে উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্রের বিরুদ্ধে। বাদ দেওয়া হয়েছে দলের ত্যাগী নেতাকর্মীদের। তার বিরুদ্ধে আরও অভিযোগ, ওই ইউনিয়নের কমিটিগুলোতে পতিত আওয়ামী লীগের অনুসারীদেরও পদ-পদবি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  সেন্টমার্টিন ভ্রমণের জন্য কি রেজিষ্ট্রেশন লাগবে, যা জানা গেল

যদিও নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এটিকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন তাড়াশ উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্র।

এ ঘটনায় গত শনিবার দুপুরে তাড়াশ প্রেসক্লাব চত্বরে কৃষক দলের ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন দেশিগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি বিক্ষুব্ধরা বিষয়টির প্রতিকার চেয়ে তাড়াশ উপজেলা এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ জানিয়েছিলেন।

যা নিয়ে গত কয়েকদিনে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এতে নড়েচড়ে বসে সংগঠনটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। বিষয়টি তদন্তের জন্য বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে তাড়াশ উপজেলা বিএনপির পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুনঃ  পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী ও মহিলা আওয়ামী লীগ সভাপতির লাশ উদ্ধার

কমিটির প্রধান করা হয়েছে তাড়াশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. দুলাল হোসেনকে। সদস্য হিসেবে রাখা হয়েছে সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান সবুজ ও প্রবাসীকল্যাণ সম্পাদক মো. আব্দুল মালেককে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটি গঠনের বিষয়টি তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স ম আফছার আলী এবং সাধারণ সম্পাদক এ টি এম আমিনুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  পরীর মেয়ের নাম সাফিরা সুলতানা, নিয়ম মেনেই নিয়েছেন দত্তক
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ