30 C
Dhaka
Friday, February 21, 2025

আজহারীর মাহফিল : তিন দিন আগে থেকেই কনটেন্ট ক্রিয়েটরদের ভিড়

পটুয়াখালীতে জনপ্রিয় ইসলামি বক্তা ও আলোচক ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলের ময়দানে তিন দিন আগে থেকেই আসতে শুরু করেছেন কনটেন্ট ক্রিয়েটররা। ভিডিও ধারণ এবং সরাসরি সম্প্রচারের প্রস্তুতি নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ইতোমধ্যেই প্রায় অর্ধশতাধিক কনটেন্ট ক্রিয়েটর মাহফিলস্থলে হাজির হয়েছেন।

বিজ (২৪ জানুয়ারি) বিকেলে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে গেলে এমন দৃশ্য দেখা যায়। আগামীকাল শনিবার এই মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কনটেন্ট ক্রিয়েটররা জানিয়েছেন, মাহফিলের বিশেষ মুহূর্তগুলো ধারণ এবং দর্শকদের কাছে তা পৌঁছে দেওয়ার লক্ষে তারা অনেক আগেই এসে প্রস্তুতি নিচ্ছেন। ঢাকা, কুমিল্লা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন তারা।

আরও পড়ুনঃ  ভারতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা

কুমিল্লা থেকে আসা ইউটিউব চ্যানেল রোজ টিভি ২৪-এর কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল রোমার বলেন, আমরা মাহফিলের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই। শ্রোতাদের কাছে যেন সহজেই ইসলামের শিক্ষার সঠিক বার্তা পৌঁছে দিতে পারি, সেটাই আমাদের মূল উদ্দেশ্য।

অন্যদিকে, ড. মিজানুর রহমান আজহারীর অফিসিয়াল পেজের ক্যামেরা অপারেটর মাহমুদ হাসান বলেন, আমরা বিভিন্ন আঙ্গিকে ভিডিও ধারণ করে তা ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছি।

চাঁদপুর থেকে আসা কুরআনিক লাইফ চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েটর মো. রিয়াজ বলেন, মাহফিল থেকে আমরা ইসলামের গুরুত্বপূর্ণ বার্তাগুলো রেকর্ড করি এবং তা দর্শকদের মধ্যে ছড়িয়ে দিই। এতে মানুষ ঘরে বসেই মাহফিলের বার্তা পায়।

আরও পড়ুনঃ  সামাজিক মাধ‍্যমে তাপসি তাবাসসুম উর্মিকে নিয়ে যা জানা গেল

এ বিষয়ে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ান বলেন, ইসলামের শিক্ষাকে দেশ-বিদেশে ছড়িয়ে দিতে গণমাধ্যমকর্মী এবং কন্টেন্ট ক্রিয়েটরদের গুরুত্ব অপরিসীম। আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছি। তাদের সুবিধার্থে স্টেজের সামনেই একটি উঁচু স্থান প্রস্তুত করা হয়েছে। আশা করি সবার সহযোগিতা নিয়ে এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, ইনশাআল্লাহ।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ