22 C
Dhaka
Wednesday, February 19, 2025

আত্মগোপনে থেকেও শেষরক্ষা হলো না যুবলীগ নেতার

৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন খুলনা মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক ও ৮ মামলার আসামি কাজী ইয়াসির আরাফাত হোয়াইট। তবে শেষরক্ষা হয়নি, গোয়েন্দা পুলিশের অভিযানে ধরা পড়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ফরিদপুর সদরের চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইয়াসির আরাফাত খুলনা নগরীর খালিশপুর হাউজিং এস্টেট এলাকার কাজী খেলাফত হোসেনের ছেলে ও নগরীর ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক।

আরও পড়ুনঃ  সমন্বয়ক রাফিকে হত্যার হুমকি সাবেক ছাত্রলীগের নেতা রব্বানীর

ওসি তৈমুর ইসলাম জানান, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে যুবলীগ নেতা কাজী ইয়াসির আরাফাত হোয়াইট খালিশপুর এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। সবশেষ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ইয়াসির আরাফাত হোয়াইটের বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের বাড়ি ভাঙচুরসহ ৮টি মামলা রয়েছে বলেও জানিয়েছেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ