21 C
Dhaka
Friday, February 21, 2025

সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ জনগণ মেনে নেবে না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ভারত আওয়ামী লুটপাটকারীদের আশ্রয় দিয়েছে। দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। সব দলকে স্বাধীন সার্বভৌম প্রশ্নে এক কাতারে এসে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। নির্বাচনের আগে সংস্কার জরুরি। তবে সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ জনগণ মেনে নেবে না।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. তাহের বলেন, ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে আমাদের সজাগ থাকতে হবে। দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত বসবাসযোগ্য যে বাংলাদেশ চেয়েছিল ছাত্ররা, সেই ছাত্রদের সঙ্গে এখন তর্কে জড়াচ্ছে একটি চক্র।

আরও পড়ুনঃ  ছাগলটি ১ লাখে যশোর থেকে কিনে ১৫ লাখে বিক্রি করেন ইমরান

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আসল দেশ এ দেশ নয়, তাদের আসল দেশ হচ্ছে ভারত। এ দেশের সম্পদ লুটপাট করে তারা ভারতে পালিয়ে গেছে। যে ভারত বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হোক কখনো সহ্য করেনি, সেই ভারতের দিকে মাথা ঝুঁকিয়ে ক্ষমতায় আসার কারো কোনো প্রচেষ্টাকে মেনে নেবে না বাংলাদেশের জনগণ।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, স্বৈরাচারের সঙ্গে সমঝোতা করে ভারতের দিকে আবার মাথা ঝুঁকিয়ে ক্ষমতায় আসার যেকোনো প্রচেষ্টাকে এ দেশের জনগণ রুখে দেবে। আমরা ভারতের বশ্যতা মানি না। আমরা আর ফ্যাসিবাদকে ফেরত আসতে দেব না। ইতিহাস বলে ফ্যাসিবাদ কখনো ফিরে আসতে পারে না। এই বাংলার বুকে আর কোনোদিন ফ্যাসিবাদ ফেরত আসবে না।

আরও পড়ুনঃ  ছাত্রদের পক্ষে ছিলাম, আমাকে বাঁচান: সাবেক ওসি

ডা. তাহের বলেন, গণহত্যার বিচার করতে হবে। সরকারকে বলে দিতে চাই তালবাহানা নয়, কোনো সময়ক্ষেপণ নয়, অনতিবিলম্বে এই খুনিদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচারের ব্যবস্থা করতে হবে। শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, আমরা সব দলকে ৪-৫টি বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাই– ১. বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। ২. টেকসই গণতন্ত্র ৩. অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ৪. দুর্নীতিমুক্ত বাংলাদেশ ৫. একটি সমৃদ্ধ অর্থনৈতিকভাবে উন্নত শিক্ষিত মার্জিত নৈতিকতা পূর্ণ একটি বাংলাদেশ।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, বাংলাদেশের সব রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাই আসুন এসব পয়েন্টে জাতীয় ঐক্য আমরা গড়ে তুলব। কোনো বিভেদ নয়, একে অন্যের সমালোচনা নয়, একে অন্যের বিরুদ্ধে বক্তৃতা নয়। আজ প্রয়োজন জাতীয় ঐক্য। জামায়াতে ইসলামী জাতীয় ঐক্যের আহ্বান জানায়। আমরা সেই লক্ষ্যে কাজ করছি।

আরও পড়ুনঃ  হানি ট্র্যাপের শিকার হয়েই খুন হন এমপি আনার?

মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা নুরুন্নবীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুর রব, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান, জেলা জামায়াতের সেক্রেটারি ড. সরোয়ার উদ্দিন সিদ্দিকী প্রমুখ।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ