25 C
Dhaka
Wednesday, February 19, 2025

খুবি ছাত্র হত্যার ঘটনায় মিথ্যাচার, ভারতের সংবাদমাধ্যমের সাম্প্রদায়িক রঙ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব কুমার সরকার (২৬) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। চায়ের দোকানের সামনেই এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডের পেছনে কারও ব্যক্তিগত শত্রুতার তথ্য পাওয়া যায়নি। তবে এ ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে ভারতের সংবাদমাধ্যম।

ভারতের একটি অনলাইন পত্রিকা “এডিপি আনন্দ” এ হত্যাকাণ্ডের শিরোনামে লিখেছে, “ফের বাংলাদেশে খুন হিন্দু ছাত্র! প্রকাশ্য রাজপথেই ঝাঁঝরা করা হল খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে।” প্রতিবেদনে হত্যার কোনো কারণ জানা না গেলেও এটিকে সাম্প্রদায়িক ইস্যু হিসেবে উপস্থাপন করা হয়েছে।

আরও পড়ুনঃ  জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতো পরিণতি হবে: তারেক রহমান

বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম প্রথম আলোসহ অন্য কোনো গণমাধ্যমে হত্যার কারণ স্পষ্ট হয়নি। এখন পর্যন্ত তদন্ত চলছে। তবে ভারতের পত্রিকাটির এ ধরনের শিরোনাম ও উপস্থাপনা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি এবং সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে দাঙ্গা উস্কে দেওয়ার উদ্দেশ্য নিয়ে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা নিয়ে এ ধরনের মনগড়া রিপোর্ট ভারতের সংবাদমাধ্যমের বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচারের ধারাবাহিকতারই অংশ। অতীতে এমন বিভ্রান্তিকর প্রচারণার নজির বহুবার দেখা গেছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ