22 C
Dhaka
Wednesday, February 19, 2025

দেশের টাকা চুরি করে বাইরে থেকে হাসিনা প্রপাগান্ডা ছড়াচ্ছেন : সারজিস

দেশের চুরি করা টাকা দিয়ে বাইরে থেকে হাসিনা চক্রান্ত ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে পঞ্চগড় রেলস্টেশনের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, এখন দেশের বাইরে থেকে চক্রান্ত হচ্ছে। খুনি হাসিনা বাংলাদেশের মানুষের যে লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে।

সেগুলো দিয়ে এখন প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং চক্রান্ত করছে। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারসহ রাজনৈতিক দলগুলোর সচেতন থাকতে হবে।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে ইসলামী বক্তা আব্দুল হাই সুস্থ স্ত্রী-সন্তান

তিনি আরো বলেন, আমরা কখনোই মনে করি না, নিরপেক্ষ নির্বাচনের জন্য আলাদা ফরমেটের কোনো সরকার প্রয়োজন রয়েছে। আমরা মনে করি, ড. মুহাম্মদ ইউনূসের হাত ধরেই গণতন্ত্রের নতুন দ্বার উন্মেচন করতে স্বচ্ছ নির্বাচন দেখতে পাব।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের স্বার্থকে সামনে রেখে সব সময় জাতীয় ঐক্যের চিন্তা করছেন। মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা আছে বলেই আগস্ট বিজয়ের পরে তার নামই এসেছে।

এ সময় তিনি আরো বলেন, রাজনীতির মাঠে পক্ষে বিপক্ষে কথা বলা এটাই সৌন্দর্য। যেকোনো বিষয়ে পক্ষে বিপক্ষে মতামত এটি গণতন্ত্রের চর্চা।

আরও পড়ুনঃ  সাভারে চেয়ারম্যানের বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের ধাওয়ায় ৩ ছাত্র আহত

আমরা মনে করি, খুব স্বাভাবিকভাবেই অন্তর্বর্তী সরকার কিংবা আমাদের বর্তমান রাজনীতিতে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন তাদের মতের মধ্যে দ্বিমত থাকবে। বৈচিত্র্য থাকবে। আবার যৌক্তিক বিষয়ে তারা ঐক্যবদ্ধ হবেন।

তিনি আরো বলেন, আমরা আমাদের কথা ও মতামতের মাধ্যমে যেন নতুন করে ফ্যাসিস্ট কিংবা তাদের দোসরকে সুযোগ না দেই। তারা তো আমাদের ঐক্যে ফাটল ধরাতে চাইবেই।

আমাদের নিজেদের মধ্যে বিভাজন থাকলে তারাই সুযোগ নিয়ে স্বার্থ হাসিল করবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জাতীয় ঐক্য।

আরও পড়ুনঃ  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানজনক বেতন কাঠামো হবে : ধর্ম উপদেষ্টা

এ সময় অন্যদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, জেলা প্রশাসক সাবেত আলী ও পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ