22 C
Dhaka
Thursday, February 20, 2025

আ.লীগের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ‘আপা’ নামে যুক্ত শেখ হাসিনা

ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের উজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দলটির শীর্ষ নেতাদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এ জন্য দলটির সাবেক মন্ত্রী ও এমপিদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা হয়েছে।

গত বছরের ৫ আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী, এমপি ও দলের নেতাকর্মীরা ভারতে পাড়ি জমান। আর দেশে থাকা অনেকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হন। অনেকে আত্মগোপনে থেকে দিন কাটাচ্ছেন।

আরও পড়ুনঃ  অধ্যক্ষের চেয়ারে বরখাস্ত হওয়া উপাধ্যক্ষ, টেনে নামালেন শিক্ষকরা

আওয়ামী লীগ সরকার পতনের প্রায় ছয় মাস পর দলটির সাবেক মন্ত্রীদের কয়েকজনের সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

শুক্রবার (২৪ জানুয়ারি) সংবাদমাধ্যমটি ওই প্রতিবেদন প্রকাশ করে। তারা দলটির নেতাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে নিশ্চিত করেছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, ‘৩০ থেকে ৪০ জন সাবেক মন্ত্রী ও এমপি এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যুক্ত আছেন।’

এই গ্রুপে ভারত সরকারের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ‘আপা’ নামে যুক্ত রয়েছেন।

আরও পড়ুনঃ  আমি জেলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম: ড. ইউনুস

আত্মগোপনে থাকা এসব মন্ত্রী-এমপি বাংলাদেশে ফিরে নির্বাচনে অংশ নিতে চান জানিয়ে নাহিম রাজ্জাক বলেন, ‘যদি দেশে ফিরে নির্বাচনের দাবি জানাই, তাহলে আমাদের সবাইকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। আওয়ামী লীগ আলোচনায় বসতে এবং নির্বাচন নিয়ে কথা বলতে প্রস্তুত। কিন্তু এর জন্য কোনো পরিবেশ নেই।’

‘এখনই আমাদের পক্ষে মাঠে থাকা বা রাজনীতিতে অংশগ্রহণ করা সম্ভব নয়,’ এমনটা জানিয়ে প্রয়াত আব্দুর রাজ্জাকের সন্তান নাহিম রাজ্জাক বলেন, ‘আওয়ামী লীগ নেতাদের প্রায় সবার জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে।’

আরও পড়ুনঃ  ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে ৪ কর্মকর্তা গুলিবিদ্ধ, ধাওয়া খেয়ে পালালো এস আলম পন্থীরা

তার মতে, আওয়ামী লীগের নেতারা ভয়াবহ এক পরিস্থিতিতে অসহায় অবস্থায় আত্মগোপনে রয়েছেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কোনো বিচারিক অধিকার নেই। কেউ জামিন পাচ্ছেন না।’

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ