22 C
Dhaka
Friday, February 21, 2025

দুই অতিরিক্ত পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

সরকার দুই অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম এবং সাদেক কাওসার দস্তগীরকে সাময়িক বরখাস্ত করেছে। ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৫৭ ধারা অনুযায়ী এই বরখাস্তাদেশ জারি করা হয়েছে।

গত ১৯ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত অতি. পুলিশ সুপার শহিদুল ইসলামকে ৩০ অক্টোবর ২০২৪ তারিখ থেকে এবং শেরপুরের ইন-সার্ভিস প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত অতি. পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীরকে ১২ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জনস্বার্থে আইনের বিধান অনুযায়ী তাদেরকে বরখাস্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ১১ বছর পর তোলা হলো শিবিরকর্মীর মরদেহ, কবরে মিলল গুলি

সাময়িক বরখাস্তকালীন শহিদুল ইসলাম সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে এবং সাদেক কাওসার দস্তগীর খুলনা রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত থাকবেন। এ সময় তারা সরকারি নিয়ম অনুযায়ী জীবিকা ভাতা পাবেন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ