21 C
Dhaka
Friday, February 21, 2025

আওয়ামী লীগ সরকার পতনের চক্রান্তে জড়িত ছিল পলক-সাদ্দাম-আনিসুলরা!

বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন ঘিরে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় গণমাধ্যম আজতক বাংলা’র রিপোর্টে বলা হয়েছে, গত আগস্ট মাসে যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটে, তার ঠিক এক সপ্তাহ আগে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়।

এই রিপোর্টে উঠে এসেছে যে, শেখ হাসিনা সরকারের পতনে বাংলাদেশের ভিতরে এবং বাইরে নানা শক্তি জড়িত ছিল।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, সেই সময়ে বিএনপি, জামাত, কিছু ব্যবসায়ী এবং সাংবাদিকদের পাশাপাশি আওয়ামী লীগের কিছু নেতা ও মন্ত্রীও চক্রান্তের অংশ ছিলেন। বিশেষ করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নাম এই তালিকায় এসেছে।

আরও পড়ুনঃ  পদত্যাগের খবর চাউর, যা বললেন নাহিদ ইসলাম

গোয়েন্দা রিপোর্টে বিশেষ করে আন্দোলন চলাকালে তাদের সন্দেহজনক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, যে কারণে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

এই রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থাও এই চক্রান্তের বিষয়ে অবগত ছিল এবং তাদের কাছ থেকেও কিছু তথ্য বাংলাদেশ সরকারের কাছে পৌঁছেছিল।

বিশেষ করে গত জানুয়ারির নির্বাচনের পর থেকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এই চক্রান্ত চলছিল এবং তা আগস্ট মাসে এক বিস্ফোরক পরিণতি নিয়ে সামনে আসে।

এখনো পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতন এবং এর সাথে সংশ্লিষ্ট চক্রান্তের বিষয়টি পুরোপুরি পরিষ্কার হয়নি, তবে যে সমস্ত তথ্য এবং যোগাযোগ বেরিয়ে এসেছে, তা আরও বেশ কিছু প্রশ্নের সৃষ্টি করেছে। সেই জল্পনায় আজতক বাংলা’র রিপোর্টে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে।

আরও পড়ুনঃ  শনিবার পাইওনিয়ার রোড ও কাকরাইলে সভা-সমাবেশ নিষিদ্ধ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ