23 C
Dhaka
Thursday, February 20, 2025

স্কুল কমিটির সভাপতি পদ নিয়ে সংঘর্ষে জড়াল বিএনপির দুই গ্রুপ

রাজশাহীর চারঘাটে একটি স্কুল পরিচালনা কমিটির সভাপতি পদ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে সরদহ ইউনিয়নের পাটিয়াকান্দী উচ্চ বিদ্যালয়ে এ সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজন চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে জাহাঙ্গীর হোসেন (৪৫), শাজাহান আলী মণ্ডল (৫৫), তার ছেলে সেলিম রেজা (২৫), আমানউল্লাহ (৫৫), কাজী আহম্মেদ (৫৫) এবং শাবু সরদারের নাম জানা গেছে।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রতিবাদে ফরিদপুরে আ.লীগের বিক্ষোভ

স্থানীয়দের বরাতে জানা যায়, পাটিয়াকান্দী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিএনপির জেলা নেতা আবু সাঈদ চাঁদের সমর্থক জাহাঙ্গীর হোসেন এবং দলের আরেক নেতা আনোয়ার হোসেন উজ্জলের সমর্থক কাজী আহম্মেদের মধ্যে এ নিয়ে বিরোধ তীব্র হয়। সম্প্রতি স্কুলের প্রধান শিক্ষক একেএম জাকারিয়া হোসেনকে বিদ্যালয় থেকে বের করে দিয়ে প্রধান ফটকে তালা লাগানোর ঘটনাও ঘটে।

সোমবার সকালে কাজী আহম্মেদের সমর্থকরা প্রধান শিক্ষককে নিয়ে স্কুলে প্রবেশের চেষ্টা করলে অপর পক্ষ বাধা দেয়। এরপর দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

আরও পড়ুনঃ  কমছে জ্বালানি তেলের দাম, আজ রাত ১২টা থেকে কার্যকর

এ বিষয়ে প্রধান শিক্ষক একেএম জাকারিয়া হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

চারঘাট মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, স্কুল কমিটির সভাপতির পদ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। সোমবার সকালে প্রধান শিক্ষক স্কুলে গেলে এ পরিস্থিতি তৈরি হয়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সংঘর্ষের পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ