21 C
Dhaka
Friday, February 21, 2025

যাত্রার নামে অশ্লীল নাচ-জুয়া, প্যান্ডেল পোড়াল প্রশাসন

যাত্রার নামে অশ্লীল নাচ-জুয়া, প্যান্ডেল পোড়াল প্রশাসন
জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনার দুর্গম চরে গভীর রাতে অভিযান চালিয়ে যাত্রার প্যান্ডেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রশাসন। পুলিশ বলছে যাত্রার নামে অশ্লীল নাচ এবং জুয়ার আয়োজন করায় প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হয়েছে ।

মঙ্গলবার ( ২৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ।

এর আগে তার নেতৃত্বে পুলিশের একটি টিম সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনা নদীর দুর্গম অঞ্চলের শীলদহ এলাকায় আয়োজিত অসামাজিক অশ্লীল যাত্রা ও জুয়ার আসরের প্যান্ডেল পুড়িয়ে দেয়।

আরও পড়ুনঃ  সেই কাউন্সিলর চামেলী বরখাস্ত

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কয়েকদিন থেকেই রাত ১২টার পর যাত্রা পালার নামে এখানে অশ্লীল নাচ এবং জুয়ার আসর চলছিল। প্রশাসনের কোনো অনুমতি না নিয়েই তারা এমন কান্ড করছিল। স্থানীয়রা বাঁধা দিলেও তারা কোনো কর্ণপাত না করে আয়োজন চালিয়ে যাচ্ছিল। এতে যুবসমাজ নষ্ট সহ এলাকায় মাদক কারবারী, চুরি, ডাকাতি বৃদ্ধি সম্ভাবনা রয়েছে বলে সচেতন এলাকাবাসী অভিযোগ তোলে। পরে তারা বিষয়টি প্রশাসনকে জানালে সোমবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে যাত্রার প্যান্ডেল পুড়িয়ে দেয়।

আরও পড়ুনঃ  গাজায় ইউনিসেফের ১৩০০ ট্রাক ত্রাণ প্রস্তুত

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, আমাদের কাছে সংবাদ ছিল রাত ১২টার পর যাত্রার নামে দুর্গম চর এলাকার যমুনা নদীর মধ্যবর্তী স্থানে টগারচর এলাকায় অশ্লীল নৃত্য, অসামাজিক কার্যকলাপ হয়। এ জন্য আমি ও আমার দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়ে যুব সমাজকে রক্ষার্থে অসামাজিক যাত্রাপালার কার্যক্রম যাতে না চলে এ কারণে নির্মিত যাত্রা প্যান্ডেল এবং স্টেজ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  আবাসিক হোটেলে মিলল যুবলীগ নেতার মরদেহ

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই বেলগাছা ইউনিয়নের শীলদহ এলাকায় যাত্রার নামে জুয়া এবং অশ্লীল নাচ গান হচ্ছে এমন অভিযোগ আসে। থানা-পুলিশকে তা বন্ধের ব্যবস্থা নিতে বললে এ অভিযান চালানো হয়। এ ধরনের নৃত্য যাত্রাপালা সমাজের অপকর্মকে বাড়িয়ে দেয় এবং যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এ সমস্ত কার্যকলাপ থেকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ