অর্থের বিনিময়ে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলি বাহিনীর দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ এবং শিন বেট সিকিউরিটি সার্ভিস সোমবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, প্রধান সন্দেহভাজন ২১ বছর বয়সী ইউরি এলিয়াসফভ সামরিক বাহিনীর আয়রন ডোম ইউনিটে কর্মরত ছিলেন। তিনি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি সম্পর্কে অত্যন্ত সংবেদনশীল তথ্য ইরানিদের কাছে পাচার করেছেন।
পরে ইউরি তার বন্ধু আরেক সেনা সদস্য ২১ বছর বয়সী জর্জি আন্দ্রেয়েভকেও ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তিতে যুক্ত করেন।
ওয়াইনেট নিউজ সাইট জানিয়েছে, ইউরি এলিয়াসফভ ইরানি এজেন্টের কাছ থেকে ২ হাজার ৫০০ ডলার পেয়েছেন। আর আন্দ্রেয়েভ পেয়েছেন মাত্র ৫০ ডলার।
ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, এলিয়াসফভ প্রাথমিকভাবে ইরানি এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি অর্থ উপার্জনের উপায় খুঁজতে গিয়ে এই উপায় বের করেন।
ওয়াইনেট নিউজ সাইট অনুসারে, এলিয়াসফভ প্রাথমিকভাবে ইরানপন্থী গ্রাফিতি এঁকেছিলেন এবং তেল আবিবে ইরানের প্রথম সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেনির স্লোগান সম্বলিত ব্যানার ঝুলিয়ে দিয়েছিলেন।
এরপর তিনি দেয়ালচিত্রটি তার বন্ধু আন্দ্রেয়েভকে দেখান। আন্দ্রেয়েভ তেল আবিবে আইডিএফের কিরিয়া সামরিক সদর দপ্তরে কর্মরত ছিলেন। যদিও পরে আইনি ভয়ে এই প্রকল্প থেকে সরে আসেন আন্দ্রেয়েভ।
গত দুই বছরে ইরানের গোয়েন্দারা অর্থের বিনিময়ে সাধারণ ইসরায়েলিদের গুপ্তচর হিসেবে নিয়োগের প্রচেষ্টা জোরদার করেছে। গত ডিসেম্বরেও ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে প্রায় ৩০ জন ইসরায়েলিকে গ্রেপ্তার করে পুলিশ, যাদের বেশিরভাগই ইহুদি নাগরিক।
২০২৪ সালের অক্টোবরে নেভাতিম এবং রামাত ডেভিড বিমান ঘাঁটিসহ আইডিএফ ঘাঁটি এবং সামরিক সুবিধাগুলোর ছবি তোলা এবং তথ্য সংগ্রহের অভিযোগে সাত ইসরায়েলিকে গ্রেপ্তার করা হয়েছিল।