28 C
Dhaka
Thursday, February 20, 2025

‘যারা আমাদের সন্তানদের আহত করেছে, কাউকে ছাড়া হবে না পিনাকী

‘জুলাই-আগস্ট বিপ্লবের সময়ে যারা যারা আমাদের সন্তানদের শহীদ করেছে, আহত করেছে, কাউকে ছাড়া হবে না। আমরা নরক পর্যন্ত ওদের তাড়া করব।’ বলে নিজের ফেসবুক পেজে হুঁশিয়ারি দিয়েছেন লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

জাল ছোট হয়ে আসছে সবার। পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনীকে আহ্বান জানাই আপনাদের বাহিনীর পার্পিট্রেটরকে বাঁচানোর চেষ্টা করবেন না মেহেরবানি করে। তাহলে আরো বড় বিপদে পড়বেন। কারা কারা বাঁচানোর চেষ্টা করছে আমরা সেটা খেয়াল রাখছি।

তিনি আরো লেখেন, ‘আপনাদের ইন্টেলিজেন্স ছাড়াই আমরা আমাদের কাজ করতে সক্ষম। মুগ্ধর হত্যাকাণ্ডের ফরেনসিক করেছে মুগ্ধর মেরিন ইঞ্জিনিয়ার বড় ভাই। আমরা প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ফরেনসিক করা শিখিয়ে দেব। আর আমাদের এক্সপার্টেরা তো আছেই।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

গ্রেপ্তার বা বিচারের পথে যদি বাধা সৃষ্টি করেন তাইলে পার্পিট্রেটর জয় বাংলা হয়ে যাবে। বিচার হবেই। আদালতে না যেতে চাইলে জনতার আদালতে বিচার হবে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ