19 C
Dhaka
Saturday, February 22, 2025

ভিআইপি রুমের বৈঠক থেকে সিদ্ধান্ত ছাড়াই বেরিয়ে গেলেন নেতারা

রানিং স্টাফদের কর্মবিরতি থেকে সরিয়ে আনতে তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। কিন্তু বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় রানিং স্টাফরা বেরিয়ে গেছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে এই বৈঠক আয়োজন করা হয়। কিন্তু দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে কোনো সিদ্ধান্ত ছাড়াই রানিং স্টাফদের প্রতিনিধি সাইদুর রহমান সেখান থেকে বেরিয়ে আসেন।

আরও পড়ুনঃ  পুলিশের সঙ্গে আ. লীগের নেতাকর্মীদের সংঘর্ষ, গা‌ড়ি

সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা দীর্ঘক্ষণ রেল সচিব-মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছি। তবে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি বলে ওই বৈঠক চলাকালীনই আমি চলে এসেছি। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে, বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করব। তবে আমরা আমাদের কর্মবিরতিতে অনড় আছি।

জানা গেছে, কমলাপুর রেল স্টেশিনের ভি আই পি কক্ষে যারা বৈঠকে অংশ নেন তারা সমস্যার সমাধানে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। সেজন্য তারা রেল মন্ত্রণালয়ে গিয়েছেন। সমস্যা সমাধানে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।

আরও পড়ুনঃ  সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ