29 C
Dhaka
Wednesday, February 19, 2025

মির্জাপুরে কোরআন অবমাননার দায়ে নির্মাণ শ্রমিক গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে কোরআন শরীফ অবমাননার মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাতের দায়ে তাইজুল ইসলাম (২৫) নামে এক নির্মাণ শ্রমিককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

রবিবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা বেগম মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের বানেছ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ৮টার দিকে ইলেকট্রনিক যন্ত্র ও মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে কোরআন শরীফের ওপর নিজের ছবি বসিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইমুতে পোস্ট করেন তাইজুল ইসলাম।

আরও পড়ুনঃ  নির্বাচনের দাবিতে আন্দোলনে যাবে বিএনপি: সালাহ উদ্দিন

বিষয়টি স্থানীয়দের নজরে আসলে রাতেই শতাধিক স্থানীয় লোকজন তার বাড়ি ঘেরাও করে অবস্থান নেয়। উত্তেজিত জনতা তাইজুলকে ধরে মারধর করার চেষ্টা করলে উত্তেজনাকর পরিস্থতির সৃষ্টি হয়। খবর পেরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাকে আটক করেন। এই ঘটনায় দুল্যা বেগম গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম বাদী হয়ে সোমবার তাইজুল ইসলামের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা করেন।

সোমবার দুপুরে তাইজুল ইসলামকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠানো হয়।

তাইজুল ইসলামের মা তাসলিমা বেগম বলেন, তাইজুল ইসলাম পেশায় একজন নির্মাণ শ্রমিক। তাদের পুরো পরিবার মানিকগঞ্জ জেলার একটি দরবার শরীফের পীরের ভক্ত। মাঝে মাঝে তারা ওই পীরের দরবারে যাতায়াত করেন।

আরও পড়ুনঃ  যার যত দাবি আছে, সব নিয়ে শাহবাগে আসুন : আব্দুল কাদের

তাইজুল দরবার শরীফে ধ্যানও করে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, তাইজুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ