জীবন দিয়ে হলেও আগামী পহেলা ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছে জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে সম্মেলনের প্রতিবাদে আয়োজিত জুতা মিছিল থেকে এই হুঁশিয়ারি দেয়া হয়। মিছিলটি শহরের শিমরাইলকান্দি এলাকা থেকে বের হয়ে কালিবাড়ি মোড়, টিএরোড, কোর্ট রোড, কুমারশীল মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ টেংকের পাড় মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম সারোয়ার খোকন, সাবেক যুগ্ম সম্পাদক আনিসুর রহমান মঞ্জু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মঈনুল হাসান চপল, সাবেক কোষাধক্ষ্য জসিম উদ্দিন রিপন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ১৪টি ইউনিটের মূল ধারার ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে একটি প্রহসনের সম্মেলনের আয়োজন করা হয়েছে। মূলত বিএনপির লেবাসধারী কবির আহমেদের কূট কৌশলে জেলা বিএনপির নামে এই অপচেষ্টা চালিয়ে জেলা বিএনপির রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে। তারা আরও বলেন, সম্মেলন করতে হলে আহ্বায়ক কমিটি ভেঙ্গে দিয়ে প্রতি থানায় থানায় নতুন করে সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির সম্মেলনের আয়োজন করতে হবে। অন্যথায় জীবন দিয়ে হলেও এই সম্মেলন করতে দেয়া হবে না। পরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কবির আহমেদ ভুঁইয়া কুশপুত্তলিকা দাহ করে ক্ষোভ জানানো হয়।জুতা মিছিলে জেলা বিএনপির একাংশের নেতাকর্মী ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত ২৮ ডিসেম্বর ও ১৮ জানুয়ারি জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু একপক্ষ সম্মেলনের সকল প্রস্তুতি নিলেও অপরপক্ষের বিরোধিতার জন্য দুটি তারিখই পরিবর্তন করে কেন্দ্রীয় বিএনপি।