22 C
Dhaka
Friday, February 21, 2025

জামায়াত-বিএনপির মধ্যে কোনো সংঘাত নেই: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জামায়াত-বিএনপির মধ্যে কোনো সংঘাত নেই। প্রয়োজনীয় সংস্কার করে সকল রাজনৈতিক দল চায় দ্রুত নির্বাচন। অতিরিক্ত সময় ব্যয় কেউ চায় না।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় স্কাইভিউ রেস্টুরেন্টে নীলফামারী জেলা বিএনপির সাংগঠনিক সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, ১৭ বছর আন্দোলনে জঞ্জাল মুক্ত হয়েছে। এখন সঠিক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে।

আরও পড়ুনঃ  ১৫ বছরের চেষ্টায় আমেরিকার ভিসা, মাঝপথে বিমানে মৃত্যু

সাংগঠনিক সভায় নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকারের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল হক, সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল হক।

এসময় জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সাংগঠনিক বক্তব্য দেন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ