22 C
Dhaka
Wednesday, February 19, 2025

কুড়িগ্রামে অধ্যক্ষসহ আ. লীগের ৩ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাশিপুর ডিগ্রি মহাবিদ্যালয় অধ্যক্ষসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাশিপুর ডিগ্রি মহাবিদ্যালয় অধ্যক্ষ আব্দুল্লাহেল বাকি খন্দকার (৫৯), বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি প্রতাপ চক্রবর্তী (৪৭) ও উপজেলা যুবলীগ নেতা আব্দুল খালেক (৪৪)।

পুলিশ জানায়, ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্রজনতার মিছিলে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  কোটা আন্দোলনকারীদের ওপর শামীম ওসমানের গুলি ছোড়ার ভিডিও ভাইরাল

ওসি মামুনুর রশীদ বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার স্যারের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ