22 C
Dhaka
Wednesday, February 19, 2025

ইজতেমায় যৌতুকবিহীন গণবিয়ে আজ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে আজ যৌতুকবিহীন গণবিয়ের আয়োজন করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমাস্থলে বয়ান মঞ্চের পাশে হজরত ফাতেমা (রা.) ও হযরত আলী (রা.) এর বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন করা হবে।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান যৌতুকবিহীন গণবিয়ের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ বিকেলে গণবিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকদের তালিকা সংগ্রহ করা হচ্ছে। তালিকা পেলে বলা যাবে কত জোড়া দম্পতি বিয়েতে অংশগ্রহণ করবেন। গত বছর শতাধিক দম্পতির বিয়ে পড়ানো হয়েছিল।

আরও পড়ুনঃ  পরীক্ষার খাতায় ছাত্রের আঁকা হার্টের ছবির বিবরণ ভাইরাল

তিনি আরও বলেন, শনিবার বাদ ফজর থেকে পাকিস্তানের মাওলানা খোরশেদ সাহেব বয়ান করছেন। তার বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা উবায়দুর রহমান। সকাল ১০টায় খিত্তায় খিত্তায় তালিম হয়। বিশেষ দুটি প্রোগ্রামে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা ওলামাদের উদ্দেশে বয়ান করবেন। ভারতের মাওলানা আকবর শরিফ তলাবাদের (মাদ্রাসার ছাত্রদের) জন্য নামাজের মিম্বরে বয়ান করবেন। বাদ জোহর ভারতের মাওলানা ইসমাঈল গোদরা, বাদ আসর ভারতের মাওলানা জুবায়ের বয়ান করবেন। এরপর যৌতুকবিহীন বিয়ে থাকলে পড়ানো হবে। বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা বয়ান করবেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশিদের কিডনি অপসারণ, দিল্লিতে চিকিৎসক গ্রেফতার

রোববার (২ ফেব্রুয়ারি) ফজরের পর বয়ান করবেন ভারতের মাওলানা আব্দুর রহমান। আখেরি মোনাজাতের আগে নসিহতমূলক বক্তব্য দিবেন মাওলানা ইব্রাহীম দেওলা সাহেব। এরপর অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশ মাওলানা জোবায়ের। ইজতেমায় অংশ নিতে বিভিন্ন দেশের বিদেশি মুসল্লি ইজতেমা ময়দানে গিয়ে উপস্থিত হয়েছেন। তারা তাদের জন্য নির্ধারিত তাঁবুতে অবস্থান নিয়ে ইবাদত, বন্দেগিতে দিন পার করছেন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ