25 C
Dhaka
Wednesday, February 19, 2025

সময় ১৫ মিনিট, ৯৮ কোটি টাকা টেবিলে রেখে কর্মীদের বোনাস লুটে নিতে বললো কোম্পানি

পৃথিবীতে এমন অনেক কোম্পানি রয়েছে, যেগুলো তাদের কর্মীদের পুরস্কৃত করার জন্য অতিরিক্ত কিছু করে থাকে। বিশেষকরে, কর্মীদের বাৎসরিক বোনাস দেবার ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানই দিয়ে থাকে দেশের বাইরে ভ্রমণ কিংবা ৫ তারকা হোটেলে ছুটি কাটানোর সুযোগ। কিন্তু আজকের গল্প পুরো ‘হোল-নিউ-লেভেলে’।

চীনের ক্রেন কোম্পানি। সম্প্রতি, কর্মীদের পুরস্কৃত করার জন্য একটি পার্টির আয়োজন করে। কোন কর্মচারী কত টাকা পাবে তা নির্ধারণের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। একটি লম্বা টেবিলে এলোমেলো করা রাখা হয় প্রায় ৯৮ কোটি টাকা। সময় মাত্র ১৫ মিনিট। এই সময়ের মধ্যে কর্মীরা যত খুশি তত টাকা নিতে বলা হয়।

আরও পড়ুনঃ  আমরা রোজা আছি বলায় তারা কিছু করেননি : এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন

চীনা সোশ্যাল মিডিয়া সাইট ডুয়িন এবং ওয়েইবোতে শেয়ার করা হেনান মাইনিং ক্রেন কোং লিমিটেডের এই পার্টির ভিডিও। এরপর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভিডিও। ভিডিওতে দেখা যায় কর্মীরা তাদের বোনাস ঘরে তোলার জন্য নগদ টাকা গুনছে। তাও যত খুশি তত!

একজন ব্যক্তি ১৫ মিনিটের মধ্যে ১০০,০০০ ইউয়ান (১৮.৭ হাজার সিঙ্গাপুর ডলার) মূল্যের নগদ টাকা গুনতে সক্ষম হন। অন্যান্য কর্মচারীরা নগদ টাকা জড়ো করে যত দ্রুত সম্ভব টাকা গুনতে থাকেন।

আরও পড়ুনঃ  ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের আজীবন বাস ভাড়া ফ্রি

ভিডিওটিতে বিভিন্ন মন্তব্য করে মানুষ তাদের বিস্ময় প্রকাশ করেছে অথবা রসিকতা ভাগ করে নিয়েছে। একজন লিখেছেন, ‘আমার কোম্পানির মতোই। কিন্তু টাকার পরিবর্তে, তারা প্রচুর কাজের চাপ দেয়।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ