22 C
Dhaka
Wednesday, February 19, 2025

তারেক রহমানকে ধন্যবাদ দিলেন মিজানুর রহমান আজহারী, নেপথ্যে যে কারণ

চট্টগ্রামে মাহফিলে বক্তব্যকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারী। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে চট্টগ্রামের প্যারেড ময়দানে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে বক্তব্যকালে তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি।

মাহফিলে বক্তব্যকালে জুলুম ও শোষণমুক্ত বাংলাদেশের প্রত্যাশা করে মিজানুর রহমান আজহারী বলেন, আমাদের নীরবতা, আমাদের নিশ্চুপ থাকাই জালিমদের আরও শক্তিশালী জালিম বানিয়েছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, অপরাধ, দখলদারিত্ব, মজুতদারি এ সবকিছু একসঙ্গে প্রতিরোধ করতে হবে। মানবিক সমাজ যদি চাই, তাহলে অবশ্যই প্রতিরোধ করতে হবে।

আরও পড়ুনঃ  চীন বাংলাদেশের দীর্ঘ দিনের বন্ধু: ডঃ মুহাম্মদ ইউনুস

চাঁদাবাজির দায়ে তারেক রহমানের বিএনপির অনেক নেতাকর্মীকে বহিষ্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই, উনি সংবাদ শোনামাত্রই উনার দলের অনেক চাঁদাবাজকে বহিষ্কার করেছেন। প্রতিটি দলের এমন ইনিশিয়েটিভ (উদ্যোগ) নেয়ার প্রয়োজন রয়েছে। যেকোনো দলে এই প্র্যাকটিস থাকা দরকার।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, চাঁদাবাজদের থেকে আপনারা নিজেদের মুক্ত ঘোষণা করবেন যে, এরা আমার দলের কর্মী হতে পারে না। আমরা চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চাই, জুলুমমুক্ত বাংলাদেশ চাই, ফ্যাসিজমমুক্ত বাংলাদেশ চাই, গুম, খুন-খারাবি মুক্ত বাংলাদেশ চাই। আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই।

আরও পড়ুনঃ  কারাগার থেকে একে একে মুক্ত হচ্ছেন বিডিআর সদস্যরা, ফুল দিয়ে বরণ

উল্লেখ্য, ২৯ বছর ধরে চট্টগ্রামের প্যারেড ময়দানে তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করে আসছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। ৫ দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত থাকতেন প্রয়াত ইসলামী চিন্তাবিদ দেলাওয়ার হোসেন সাঈদী। তার উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হতো পুরো প্যারেড ময়দান। বাধা কাটিয়ে ১৮ বছর পর সেই মাঠে আবারও ঐতিহাসিক তাফসির মাহফিল শুরু হয়েছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ